প্রকাশিত: Tue, Feb 28, 2023 3:30 PM
আপডেট: Mon, Jan 26, 2026 4:09 PM

মৌলভীবাজারে নতুন গ্যাসক্ষেত্র ১০৬৯ বিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা

স্বপন দের: মৌলভীবাজারে বাতচিয়া-১৩ ও হারারগজ-১৪ নম্বর ব্লকে নতুন করে গ্যাসক্ষেত্র আবিষ্কারের শতভাগ সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে তেল-গ্যাস অনুসন্ধানকারী চায়না ন্যাশনাল কোম্পানি বিজিপি ত্রিমাত্রিক জরিপ শুরু করেছে। এ দুটি ব্লকে ১ হাজার ৬৯ বিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

জানা গেছে, মৌলভীবাজারে বাতচিয়া-১৩ ও হারারগজ-১৪ নম্বর ব্লকে এরই মধ্যে ৩০ শতাংশ ত্রিমাত্রিক জরিপ শেষ হয়েছে। বাকি কাজ নির্দিষ্ট সময়েই শেষ হবে। সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশ ও পেট্রোবাংলার সহযোগিতায় মৌলভীবাজারের কমলগঞ্জ, কুলাউড়া, বড়লেখা ও জুড়ী- এই চার উপজেলার বাতচিয়া- ১৩ ও হারারগজ-১৪ নম্বর ব্লকের ৫০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। চায়না তেল-গ্যাস অনুসন্ধান কোম্পানি বিজিপি গেল বছরের ৩০ অক্টোবর থেকে এ ত্রিমাত্রিক জরিপ কাজ শুরু করে।

সরকারের বেঁধে দেয়া তিন বছর মেয়াদের এ কাজের শুরুতে (জুলাই ২০২১ থেকে জুন ২০২৪ পর্যন্ত কাজের মেয়াদ) বিভিন্ন প্রতিবন্ধকতায় কিছুটা বিলম্ব হলেও এরই মধ্যে ১৩ ও ১৪ নম্বর ব্লকের সার্বিক ত্রিমাত্রিক জরিপের কাজ ৩০ শতাংশ শেষ হয়েছে। সিলেট গ্যাস ফিল্ড সূত্রে জানা গেছে, ১৩ ও ১৪ নম্বর ব্লকে ত্রিমাত্রিক জরিপের আগে দুটি বিদেশি তেল-গ্যাস অনুসন্ধানকারী কোম্পানি ও বাপেক্স  আলাদা জরিপ চালায়। সে সময়েই এ দুটি ব্লকে গ্যাস পাওয়ার সম্ভাব্যতার কথা জানা যায়। এবারে ত্রিমাত্রিক জরিপে গ্যাসের সম্ভাব্যতা শতভাগ বলছেন সিলেট গ্যাস ফিল্ড ও বিদেশি তেল-গ্যাস অনুসন্ধানকারী প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা।

চায়না তেল-গ্যাস অনুসন্ধানকারী কোম্পানি বিজিপির দলনেতা লি ফু খা জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই জরিপ শেষ হবে।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, অনুসন্ধান সফল হলে একাধিক কূপের মাধ্যমে গ্যাস উত্তোলন করা হবে।

সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, মৌলভীবাজারের এ দুটি ব্লকে ১ হাজার ৬৯ বিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার শতভাগ সম্ভাবনা রয়েছে। তাছাড়া এখানে বিপুল পরিমাণ কনডেনসেটও পাওয়া যাবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব